Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা ও কানাডায় ‘ঊনপঞ্চাশ বাতাস’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ১৭:৩১

শুক্রবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৬টি মূলধারার মাল্টিপ্লেক্সে একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের আলোচিত প্রেম ও মনস্তত্ত্বের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর মধ্যে টাইমস স্কয়ার এর ফ্ল্যাগশিপ থিয়েটার রিগ্যাল ই-ওয়াক ফোরডিএক্স অ্যান্ড আরপিএক্স অ্যান্ডও আছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এর কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমেরিকা ও কানাডায় একযোগে ১৬টি মাল্টিপ্লেক্সে বাংলাদেশী সিনেমার মুক্তি পাওয়া একটি অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম, রেকর্ড তো অবশ্যই। এমন ঘটনা যে ঘটতে পারে কিছুদিন আগে সেটিও ভাবা যায়নি।’

টাইমস স্কয়ার ছাড়াও নিউইয়র্ক এর আরো ৩টি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। এটিও একটি রেকর্ড। থিয়েটারগুলো হলো অ্যাস্টোরিয়ার রিগ্যাল ইউএ কৌফম্যান অ্যাসটোরিয়া অ্যান্ড আরপিএক্স, জ্যামাইকার জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস এবং বেলমোরের বেলমোর প্লেহাউজ।

এছাড়া লস এঞ্জেলেস, ইউনিয়ন সিটি (বে এরিয়া), ডালাস, প্ল্যানো, অস্টিন, হিউস্টন, ওয়েস্ট পাম বিচ, নর্থ মিয়ামি, ফেয়ারফেক্স, হ্যানোভার এর ১টি করে ‘সিনেমার্ক’ থিয়েটার এবং কানাডার টরন্টো ও উইনিপেগ শহরের ১টি করে ‘সিনেপ্লেক্স’ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

উত্তর আমেরিকায় এমন রেকর্ড মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল । তিনি বলেন, ‘আমরা একটি ভালো চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছি। স্বপ্ন স্কেয়ারক্রো সেটিকে উত্তর আমেরিকা তথা পৃথিবীর সেরা সব থিয়েটারে অনেক বড় পরিসরে মুক্তি দিচ্ছে। এবার দর্শকদের পালা। তারা যদি দলে দলে থিয়েটারে যান তাহলে বিশ্ববাজারে বাংলাদেশী সিনেমার অগ্রযাত্রা সময়ের ব্যাপার মাত্র।’

ছবিতে রোমান্টিক জুটি হিসেবে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ এবং শার্লিন ফারজানাও বিশ্ববাজারে এমন বিশাল মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘বাংলাদেশের দর্শকের ভালোবাসা পেয়েছি। এবার আপনাদের ভালোবাসা চাই। আপনারা যারা ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখবেন তাদের জানাই অফুরান ভালোবাসা।’

বিজ্ঞাপন

শার্লিন বলেন,’আমি নিশ্চিত উত্তর আমেরিকার দর্শকেরা কাঁদবেন, ভাববেন নীরা আর অয়নের জন্য। তাদের প্রেম ও পাগলামির জন্য।’

রেড অক্টোবর ফিল্মস প্রযোজিত চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর প্রধান চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও শা্র্লিন ফারজানা। দারুণ কিছু শ্রুতিমধুর গান করেছেন বাংলাদেশের বেজবাবা সুমন, শাওরিন, ভারতের সোমলতা, সিধু এবং পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নিজে। বাংলাদেশে মুক্তি পেয়ে ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি। ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার ফিপ্রেসকি অ্যাওয়ার্ড ও লন্ডনে ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

সারাবাংলা/এজেডএস

আমেরিকা ঊনপঞ্চাশ বাতাস কানাডা

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর