Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দশ জন গবেষণা ফেলো নিয়োগ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ১৭:৩৫

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনার জন্য দশ জন গবেষণা ফেলো নিয়োগ দিয়েছে। শনিবার (২০ নভেম্বর) ফিল্ম আর্কাইভের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে গবেষকদের সাথে চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২) মো: সাইফুল ইসলাম, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দীন, চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের এবং ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ।

বিজ্ঞাপন

২০২১-২০২২ অর্থবছরের গবেষকদের জন্য নির্ধারিত গবেষণা শিরোনাম হচ্ছে, বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনে ওটিটি প্লাটফর্ম: সংকট ও সম্ভাবনার স্বরূপ অনুসন্ধান, বাংলাদেশের চলচ্চিত্রে নৃগোষ্ঠী: বহুমাত্রিক সংস্কৃতির উপস্থাপন কৌশল বিশ্লেষণ, চলচ্চিত্র সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি : একটি তুলনামূলক পর্যালোচনা/বিশ্লেষণ (Contemporary Analysis), বাংলাদেশের প্রামাণ্যচিত্রে গণহত্যার ডকুমেন্টেশন, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার সঙ্গীত দর্শন, বাংলা চলচ্চিত্রে পাঁচ দশকে কবরী, বাংলাদেশের মূলধারা চলচ্চিত্র পোস্টারের রূপ ও রূপান্তর: একটি সামাজিক অনুসন্ধান, বাংলাদেশের চলচ্চিত্রে মধ্যবিত্তের রূপায়ন ও নারায়ণ ঘোষ মিতা, বাংলাদেশি চলচ্চিত্রে ফলি আর্ট: কারিগরি ও নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ, তিতাস একটি নদীর নাম ও সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রে বাসন্তী ও জয়গুনের নারীবাদী অস্তিত্বের পুনর্পাঠ।

নিয়োগ প্রাপ্ত নবীন গবেষকগণ হলেন মো. হুমায়ন কবির (আহমেদ হিমু), মো. অমিত হাসান সোহাগ, ঝুমুর আসমা জুঁই, সালমা সোনিয়া, ড. মোছাঃ শামীম আরা ছন্দা, মনিরা শরমিন, জাকিয়া জাহান মুক্তা, রাইসা জান্নাত, মাশকুরা রহমান রিদম, মো. হাসান ইকবাল ও লাবনী আক্তার।

বিজ্ঞাপন

এ প্রান্তিকের গবেষণাকর্ম তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা প্রদানকারি প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও গবেষকগণ হলেন: নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, মানজারে হাসীন মুরাদ, অনুপম হায়াৎ, চিন্ময় মুৎসুদ্দী, ড. জাকির হোসেন রাজু, ড. আহমেদ আমিনুল ইসলাম, ড. ভাস্বর ব্যানার্জি, রোকেয়া প্রাচী ও রিফফাত ফেরদৌস।

সারাবাংলা/এজেডএস

ফেলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

বিজ্ঞাপন

বন্ধ ১২ পোশাক কারখানা
১৯ নভেম্বর ২০২৪ ১৪:১৩

আরো

সম্পর্কিত খবর