Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহতিমের কণ্ঠে ‘রঙ মিছিল’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৬:২৬

বিভিন্ন শিল্পীর গান গেয়ে ভাইরাল হয়েছিলেন মাহতিম শাকিব। তবে তার কণ্ঠে মৌলিক গানও শ্রোতাপ্রিয় হয়েছে। শাকিব নতুন একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘রঙ মিছিল’।

‘রঙ মিছিল’ গানের ভিডিও প্রকাশিত হয়েছে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ফিল্মস ইউটিউব চ্যানেলে। গীতিকার জিয়াউদ্দিন আলমের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কাউসার খান।

সাভারে একটি রিসোর্টে নির্মিত হয়েছে ‘রঙ মিছিল’। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মাহতিম শাকিব ও ফারজানা ইয়াসমিন আন্না । সম্পাদনা, রঙ বিন্যাস ও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি নিয়ে মাহতিম শাকিব বলেন, জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথায় আবারও গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথা চারটি গান করছি, দুই গান প্রকাশ হয়েছে। বাকি দুটি গান খুব শিগগিরই প্রকাশ হবে । খুবই ভালো লিখেন তিনি। আর কাউসার খান ভালো মিউজিক করছেন। রঙ মিছিল গানটি নিয়ে বলতে হলে বলবো আমার সব গানের থেকে এই গানটি আলাদা একটি গান হয়েছে।

বিজ্ঞাপন

মাহতিম শাকিব ২০১০ সালে এনটিভির মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। প্রায় ১২ বছর ধরে শুদ্ধ সংগীতের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

সারাবাংলা/এজেডএস

মাহতিম শাকিব রঙ মিছিল