Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ভিডিও নিয়ে রিয়া

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৬:৪২

মুক্তি পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী রিয়ার নতুন গান ‘প্রেমে অনেক ঝাল’। চটুলধর্মী রোমান্টিক ঘরানার এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। কাইয়ুম খানের সুরে গানটির সংগীতায়োজন কেেছন তুহিন আহমেদ আল আমিন।

রাজ বিশ্বাস শংকর গানটির ভিডিও নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন হামজা খান ও সাবরিনা কানিজ। গানের র‌্যাপ অংশের কণ্ঠ দিয়েছেন স্লিম কিড।

নিজের নতুন গান প্রসঙ্গে রিয়া বলেন, ‘গানটি এই সময়ের তরুণদের জন্য করা। প্রিয় গীতিকার জীবন ভাইয়ের কথায় কাইয়ুম ভাইয়ের সুর গানটিতে অন্যরকম প্রাণ নিয়ে এসেছে। আর ভিডিওটিও দারুন অ্যারেঞ্জমেন্টে করা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

‘প্রেমে অনেক ঝাল চলতি’ সপ্তাহেই প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে। এর বাইরে আরো একাধিক অডিওর কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কণ্ঠশিল্পী রিয়া।

সারাবাংলা/এজেডএস

রিয়া