Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনায় রানা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২১ ১৬:৪২

বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে সারাদেশ থেকে পঞ্চাশেরও অধিক বীর মুক্তিযোদ্ধা কে সঙ্গে নিয়ে বিজয় টিভি আয়োজন করেছে ‘বিজয়ের কথা’ নামক মুক্তিযোদ্ধ ভিত্তিক একটি ডকুমেন্টারি অনুষ্ঠানের। এস এম নাজমুল হকের প্রযোজনা ও পরিচালনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী, গীতিকার, ও সংগীত পরিচালক এইচ এম রানা ।

মুক্তিযোদ্ধাদের নিয়ে ভিন্নধর্মী এমন একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পেয়ে কেমন বোধ করছেন জানতে চাওয়া হলে রানা বলেন, উপস্থাপনা করাটা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ, এখানে নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি নানান বিষয়ে বিস্তর গবেষনা, জ্ঞান ও পড়াশোনার প্রয়োজন রয়েছে। গানের পাশাপাশি টিভি ও রেডিওর বিভিন্ন শো’তে দর্শক শ্রোতা আমাকে উপস্থাপকের ভূমিকায় দেখলেও শুনলেও এবারই প্রথম পুরো মাস জুড়ে দর্শক শ্রোতারা আমাকে প্রতিদিনই দেখতে পারবেন দুইজন বীর মুক্তিযোদ্ধাকে সংগে নিয়ে তাদের জীবনে ঘটে যাওয়া মুক্তিযোদ্ধের সময়কার নানান ইতিহাসের সত্যিকারের সব লোমহর্ষক গল্প কথা ।

রানা আরোও বলেন ছোটবেলা থেকেই পুরো একটি বীর মুক্তিযোদ্ধার পরিবারেই আমার জন্ম। তাদের মুখেই মুক্তিযুদ্ধের নানান ইতিহাস শুনে শুনে আমি বড় হয়েছি। সেই থেকেই আমার স্বপ্ন ছিলো যদি কখনো দেশের এই শ্রেষ্ঠ সূর্য সন্তানদের নিয়ে কাজ করার সুযোগ পাই তাহলে আমার জন্য তা হবে দারুন সম্মানের অত:পর বিজয় টিভি আমাকে সেই সুযোগটি করে দিলো।

এখন প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা অঞ্চল ঘুরে চারজন করে অতিথি সঙ্গে নিয়ে দুই পর্ব করে পুরো টিম নিয়ে আমরা শুটিং করছি। গৌরবের এই কাজটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি যেমন আনন্দিত তেমনি খুউব গর্বিত। প্রতিদিনই প্রচুর পড়াশোনা ও গবেষনার মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে,যাতে করে আমি অজানা অনেক কিছুই শিখছি ও জানছি এবং তা আমি ভীষনভাবে উপভোগও করছি। দর্শকরা প্রতি পর্বেই শুনতে পাবেন মুক্তিযুদ্ধ নিয়ে আমার লেখা একটি করে স্বরচিত কবিতা ও আবৃত্তি ।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিজয়ের কথা অনুষ্ঠানটি পহেলা ডিসেম্বর থেকে প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে শুধুমাত্র বিজয় টিভিতে।

সারাবাংলা/এজেডএস

এইচ এম রানা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর