Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীর সাব্বির ও নাদিয়ার ‘শ্বশুর বাড়ি কষাই হাড়ি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ নভেম্বর ২০২১ ১৪:২১

মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান বিয়ে করে পাশের গ্রামের মেয়ে এনিকে। এনির বাবা দিলু খিটখিটে সভাবের লোক। কৃপন টাইপের, এক কথাই হারকিপ্টে। এনির মনে অনেক কষ্ট। কারন হাসান শশুরকে সালাম দেয় না, সম্মান করে না। তাই এসব নিয়ে এনি অপমানিত বোধ করে।

এনি বাবার পক্ষ নিয়ে হাসানের সাথে ঝগড়া করে। হাসান মন খারাপ করে ৩ বছর যাবৎ শ্বশুর বাড়ি যায় না। শ্বশুর বাড়ি গেলে আদর সম্মান পায় না, তাকে অবহেলা করা হয়, তাই সেই মনে কষ্টে হাসান শ্বশুর বাড়ি যেতে চায় না।

বিজ্ঞাপন

এদিকে তিন বছর পর হাসানকে নিয়ে এনি বাপের বাড়ি যাচ্ছে, তাও আবার রাস্তায় ঝগড়া করতে করতে। কিন্তু সেখানে যাওয়ার পর…।

এমনি এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘শ্বশুর বাড়ি কষাই হাড়ি’। হিরন সোহেল-এর রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও নাদিয়া আহমেদ। প্রচারিত হবে শনিবার (২৭ নভেম্বর) রাত ৮টায় আরটিভিতে।

সারাবাংলা/এএসজি

আরটিভি নাদিয়া আহমেদ মীর সাব্বির মীর সাব্বির ও নাদিয়ার ‘শ্বশুর বাড়ি কষাই হাড়ি’