জাদুঘরে অলোক কুমারের গজল
৮ এপ্রিল ২০১৮ ১৬:৫৩ | আপডেট: ৯ এপ্রিল ২০১৮ ১৭:৩২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গজলে মুগ্ধ হতে পারেন শ্রোতা-দর্শকরা। কারণ রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গজল সন্ধ্যা। অনুষ্ঠানে গাইবেন গজল শিল্পী অলোক কুমার। আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
শাস্ত্রীয় সঙ্গীতেও সমান পারদর্শী অলোক কুমার। আধুনিক বাংলা গান, ভজনসহ সঙ্গীত নিয়ে রয়েছে তার বিশেষ জ্ঞান। ছায়ানট ক্লাসিকাল কনফারেন্স, বাফা বার্ষিক সম্মেলন, বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠান ও সার্ক সম্মেলনে পরিবেশনা করেছেন তিনি।
বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী অলোক কুমার। শাস্ত্রীয় সঙ্গীতে দীর্ঘ সাত বছর তিনি শিক্ষা নিয়েছেন বাদল কুমার প্রান্তীকের কাছে। জাতীয় পর্যায়ের একাধিক সঙ্গীত প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন তরুণ বয়সেই।
সারাবাংলা/পিএ