আগামী ফেব্রুয়ারিতে আসবে পাপ-পুণ্য
৫ ডিসেম্বর ২০২১ ১৯:২০
গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র শেষ সিনেমা ‘পাপ-পুণ্য’গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিল। ওই সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া যায়নি। এরপর তো করোনার কারণে হল বন্ধ ছিল। রোববার (৫ ডিসেম্বর) ছবিটির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, ২০২২ এর ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
ইমপ্রেস টেলিফিল্মের উপদেষ্টা ও সিনেমাটির নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন খবরটি নিশ্চিত করে বলেন, ৪ ফেব্রুয়ারি পাপ-পুণ্য মুক্তি দেয়া হবে। আগেই সিনেমাটির মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে ইমপ্রেস টেলিফিল্ম এমন সিনেমা প্রযোজনা করছে, এজন্য প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানাই।
২০১৯ সালের ২৬ আগস্টে চাঁদুপরে শুরু হয় ‘পাপ-পুণ্য’ ছবির শুটিং। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী।
গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র আগের দুই সিনেমা—‘মনপুরা’,‘স্বপ্নজাল’।
সারাবাংলা/এজেডএস