Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে মেহরাবের ‘পৃথিবীর মায়া’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৯:৪৫

আগামী ৮ ডিসেম্বর ইউটিউব চ্যানেল ‘মেহরাব’ থেকে আসছে সঙ্গীত শিল্পী মেহরাবের নতুন মিউজিক ভিডিও ‘পৃথিবীর মায়া’। গানটি লিখেছেন শোয়েব লিয়াকত। সুর করেছেন মেহরাব ও শোয়েব। সঙ্গীত আয়োজন করেছেন মেহরাব।

‘পৃথিবীর মায়া’ গানের ভিডিও পরিচালনা করেছেন মেহরাব নিজেই। এতে মডেল হিসেবে দেখা যাবে শান্তা জাহান, সায়েম সালেক, ওয়াসিউ এবং রাব্বিকে।

মেহরাব ভিডিওটি নিয়ে বলেন, ভিডিওটির গল্পে আমাদের অনেকের জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছি। মিউজিক ভিডিওটির শ্যুটিং করার কথা ছিল ৮ ও ৯ এপ্রিল। কিন্তু ৫ এপ্রিল থেকে লকডাউন পড়ে যাওয়ায় তাড়াহুড়া করে ৪ এপ্রিল একদিনের মধ্যে গানের পুরো শুটিং শেষ করে ফেলতে হয়।

বিজ্ঞাপন

‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগীতার মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন মেহরাব। প্রতিযোগিতা চলাকালেই সঙ্গীতানুরাগীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরবর্তীতে মৌলিক গান নিয়ে তাদের মন জয় করেন তিনি। তার ইউটিউব চ্যানেলের প্রথম মিউজিক ভিডিও ‘শোন না’। এরপর রবিউল ইসলাম জীবনের লেখা ‘ভালোবাসি খুব’ নামের আরেকটি গানের ভিডিও নিয়ে হাজির হয়েছিলেন।

সঙ্গীত শিল্পী মেহরাবের বেশকিছু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে রয়েছে- আড্ডা, বোকা, প্রিন্স মাহমুদের গান। এই তিনটি অ্যালবামেরই আয়োজনে ছিলেন প্রিন্স মাহমুদ, আরও ছিল তানভির তারেকের কথা ও সুরে ‘কাহাতক’। তার একক অ্যালবাম ‘সাইরেন’।

সারাবাংলা/এজেডএস

পৃথিবীর মায়া মেহরাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর