বিজয় দিবসের গান গাইলেন কাজী শুভ, মিলন, ইলিয়াস ও দ্বীন ইসলাম
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১৬:০৯
৭ ডিসেম্বর ২০২১ ১৬:০৯
৫০ তম মহান বিজয় দিবসে দেশ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা জানিয়ে প্রকাশ হয়েছে বেশ কয়েকটি বিশেষ গান। তেমনি একটি দেশাত্মবোধক গান ‘চলো চলো এগিয়ে বাংলাদেশ’ প্রকাশ পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, মিলন, ইলিয়াস ও পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম।
গানটি লিখেছেন, নুর মোহাম্মদ রিপন। সুর ও সংগীত করেছেন, আহমেদ সজীব। নির্মাণ করেছেন গাজী শাহজাহান। ভিডিওটির শুটিং হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকার বিভিন্ন লোকেশনে।
আয়োজক ও কণ্ঠশিল্পী সার্জেন্ট দ্বঈন ইসলাম বলেন, ‘বিজয়ের অর্ধশতক সময়ে এসে এমন একটি গান করছি এটা আমার জন্য আনন্দদায়ক। সকল সহশিল্পী ভালো করেছেন। ভিডিওতে আমরা চেষ্টা করেছি গানের কথার সঙ্গে মিল রেখে দৃশ্যায়ন করতে। এমন একটি গান আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
গান মুক্তি পেয়েছে ‘ডি আই এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে।
সারাবাংলা/এজেডএস