জীবন্ত কিংবদন্তি উষা উত্থুপ গাইলেন বাংলাদেশের ইশতিয়াকের গান
১১ ডিসেম্বর ২০২১ ১৮:০৬
নাটক, গান ও উপন্যাস তিন মাধ্যমেই সমানতালে কাজ করে চলেছেন গীতিকার ও লেখক ইশতিয়াক আহমেদ। তার লেখা কণ্ঠশিল্পী মিনারের গাওয়া ‘কারণে অকারণে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এবার ভারতীয় জীবন্ত কিংবদন্তি উষা উত্থুপ গাইলেন তার লেখা গান।
‘হেরে যাওয়া মানে ভেঙে পড়া নয় আবার উঠে দাঁড়াও/নতুন পথকে চিনতে আবার পা দুখানি বাড়াও।’ এমন কথার গানটির সুর ও সঙ্গীত আয়োজন করে শুভজিৎ রায়। আর এই গানটিতে কন্ঠ দিয়ে উষা উত্থুপ নিজেও উচ্ছাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘অসাধারণ একটি কাজ হয়েছে। আমি নিজেও খুব আনন্দিত এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে।’
ভারতীয় প্রতিষ্ঠান ভিস্টেজের জন্য গানটি লিখেছিলেন ইশতিয়াক আহমেদ। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে তালাশ মিডিয়া। শিগগিরই গানটি ভারতের বিভিন্ন টিভি চ্যানেল ও সোশাল মিডিয়ায় প্রকাশ করা হবে।
সারাবাংলা/এএসজি
ইশতিয়াক আহমেদ উষা উত্থুপ জীবন্ত কিংবদন্তী উষা উত্থুপ গাইলেন বাংলাদেশের ইশতিয়াকের গান