বিজয় দিবসের বিশেষ নাটক ‘জনক ৭১’
১৪ ডিসেম্বর ২০২১ ১৬:৩৫
১৯৭১ এর উত্তাল সময়ের অনেক গল্প দিয়ে আমাদের দেশের মানচিত্রের ছবি আঁকা। সেই সময় সাধারণ ছাত্র, কৃষক, শিক্ষক সহ নানা পেশার মানুষের হাত ধরে এসেছিল স্বাধীনতা। একটি যুদ্ধ ক্যাম্পে শহিদ হওয়া মতিনের রক্ত মাখা শার্ট দিয়ে ‘জনক ৭১’ নাটকের গল্প শুরু।
মতিনের বাবা শামসু মাস্টার চোখে অন্ধ কিন্তু খুব নাম করা একজন গণিত শিক্ষক। মতিন কয়েকবার ক্লাস নাইনে ফেল করা ছাত্র। কিন্তু এই মতিন স্বাধীনতার স্বপ্ন দেখে। গ্রামের সবাই যুদ্ধে যাচ্ছে। মতিন ও সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবে। মতিন তার ভালোবাসার মানুষ নাজমাকে বাবার কাছে রেখে যুদ্ধে যায়। বাঁশখালির অপারেশনে বীরের মত যুদ্ধ করে শহিদ হয় মতিন। মতিনের রক্ত মাখা জামা যখন শামসু স্যারের হাতে এসে পৌছায়, কান্নায় ভেঙ্গে পরে শামসু স্যার তার ছেলে মারা গেছে এই দুঃখে না; তার আরেকটি ছেলে নাই যাকে সে যুদ্ধে পাঠাবে এই কারনে।
আনিসুল হক-এর রচনায় এবং জুবায়ের ইবনে বকর-এর পরিচালনায় বিজয় দিবসের বিশেষ নাটক ‘জনক ৭১’-এ অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মনছুর, ইরফান সাজ্জাদ, নাবিলা, শিখা খান প্রমুখ। প্রচারিত হবে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় আরটিভিতে।
সারাবাংলা/এএসজি
আনিসুল হক আরটিভি আল মনছুর ইরফান সাজ্জাদ জনক ৭১ জুবায়ের ইবনে বকর তারিক আনাম খান নাবিলা বিজয় দিবসের বিশেষ নাটক বিজয় দিবসের বিশেষ নাটক ‘জনক ৭১’ শিখা খান