Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জীবন থেকে নেয়া’ নিয়ে ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭

চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’-এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা… অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। এটি নির্মিত হয়েছে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ নিয়ে।

সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার, ইন্তেখাব দিনার, মীর নওফেল আশরাফি জিসান, গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষ, হায়াতুজ্জামান খান, অপূর্ব মজুমদার প্রমুখ।

‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’-এর গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?

পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।

পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।

প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

জহির রায়হান জীবন থেকে নেয়া লাইটস ক্যামেরা অবজেকশন

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর