লুৎফর হাসানের কথা ও শান সায়েক এর সুর ও সঙ্গীতে মুক্তি পেয়েছে মিলানা মোমিনের নতুন গানচিত্র ‘মনের দরজা’। গানটি প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী মিলানা মোমিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
মেলোডিধর্মী গানটির গল্পপ্রধান ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গানচিত্রে মডেল হয়েছেন আশিক, শ্রাবন্তী সেলিনা ও প্রমা।
নতুন গান প্রসঙ্গে মিলানা মোমিন বলেন, ‘লুৎফর হাসান ও শান ভাই দুজনেই গুণী মানুষ। লুৎফর ভাইয়ের দারুন কথা ও শান ভাইয়ের সুর সঙ্গীতে কাজ করতে পেরে দারুন ভালো লেগেছে। আর লতা আচারিয়ার হাতে প্রাণ পেয়েছে ভিডিও। আশা করছি মনের দরজা শ্রোতাদের পছন্দ হবে।’
শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত কনটেন্ট আপলোড দেয়া হবে বলে জানান মিলানা মোমিন ।