Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচ্ছনতার রেকর্ডে তারকাদের সাড়া


৯ এপ্রিল ২০১৮ ১৮:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০১৮ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নাগরিক বান্ধব ঢাকা শহর গড়তে বিকল্প নেই পরিষ্কার-পরিচ্ছন্নতার। তাই এবার চৈত্র সংক্রান্তিতে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই অভিযানে অংশ নেবেন সকল শ্রেণি-পেশার মানুষ।

অভিযানের শিরোনাম ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ পাওয়ার্ড বাই জিটিভি (গাজী টেলিভিশন)। এই অভিযানের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে চায় বাংলাদেশ, জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মাদ সাঈদ খোকন।

১৩ এপ্রিল শুক্রবার, চৈত্র সংক্রান্তির দিনে সকাল ৯ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে এই অভিযানের অংশগ্রহণকারীরা জড়ো হবেন। এরপর সেখান থেকে গোলাপশাহ মাজার হয়ে জিপিও পয়েন্ট পর্যন্ত সড়কে ঝাড়ু দেওয়া হবে।

বিজ্ঞাপন

মূলত এটি একটি প্রতীকি কর্মসূচি। এতে দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র। মহৎ এই আয়োজনে সকলকে অংশ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জি-টিভির পর্দায় সবাইকে আহ্বান জানাচ্ছেন শো-বিজ অঙ্গনের তারকারা।

বিশিষ্ট অভিনয়শিল্পী, নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘এই শহরকে শুধু ভালোবাসলেই হবে না, এর যে নৈস্বর্গ রয়েছে, যতটুকু প্রকৃতি আছে, তার সবগুকিছুই আমরা রক্ষা করব।’

https://www.facebook.com/aman.faiz/videos/10155495990280488/

‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিস্কার- খুব সুন্দর কথা। ভালো থাকতে হলে শহরের পরিবেশ সুন্দর রাখতে হবে। আসছে ১৩ এপ্রিল দক্ষিণ ঢাকার নগর ভবন থেকে একটি র‌্যালী বের হবে। সেখানে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছে।’ বলেন চিত্রনায়ক ফারুক।

https://www.facebook.com/aman.faiz/videos/10155490840695488/

পরিচ্ছন্ন অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নাট্যজন আতাউর রহমান। তিনি বলেন, ‘আমেরিকার মতো চওড়া নয় আমাদের রাস্তা। তবুও এই রাস্তা, আমাদের ছোট ঘরটাই পরিস্কার রাখতে হবে। ময়লা নির্দিষ্ট স্থানে রাখার অভ্যাস করতে হবে।’

https://www.facebook.com/aman.faiz/videos/10155493438095488/

জনপ্রিয় অভিনেতা রিয়াজও সাড়া দিয়েছেন এই আয়োজনে। তিনি বলেন, ‘আসছে চৈত্র সংক্রান্তিতে সবাই মিলে পরিচ্ছনতার এক নতুন ইতিহাস তৈরি করব আমরা। সেখানে সবাইকে সঙ্গে চাই।’

https://www.facebook.com/aman.faiz/videos/10155490310120488/

ঢাকা শহরকে সত্যিকারের সুন্দর নগরী গড়ে তোলার আহ্বান জানিয়ে নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, সিটি করপোরেশনের সঙ্গে সঙ্গে নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই সবার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া উচিৎ।

https://www.facebook.com/PorichchonnoBangladesh/videos/437845846651806/UzpfSTU5MTQ5MDQ4NzoxMDE1NTQ4OTM5OTcwMDQ4OA/

‘পৃথিবীর অন্যান্য সুন্দর দেশের মতো, সুন্দর শহরের মতো ঢাকা শহরও সুন্দর হয়ে উঠবে, এই আশা এখন আমরা করতেই পারি।’ আশাবাদ ব্যক্ত করেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।

https://www.facebook.com/aman.faiz/videos/10155493432060488/

‘শহর পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, আমাদেরও। আসুন সবাই মিলে শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করি।’ বললেন সংগীতশিল্পী রফিকুল আলম।

https://www.facebook.com/aman.faiz/videos/10155493440210488/

অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্বাগতা বলেন, ‘আমরা সবাই যদি নিজেদের ঘর ও এর সামনের অংশ পরিস্কার রাখি, তাহলে একদিন এই শহরটা এমনিতেই পরিস্কার হয়ে যাবে।’

https://www.facebook.com/aman.faiz/videos/10155493436355488/

অভিনেত্রী ভাবনা বলেন, ‘আমাদের ছোট ঘরটা কত যত্ন নিয়ে সাজাতে চাই আমরা। তাহলে আমাদের দেশটাকে কেন সাজাতে চাইব না। আমরা তো এই দেশের মেহমান না। আসুন আমরা সবাই মিলে এই দেশ এই শহরকে পরিচ্ছন্ন রাখি এবং ১৩ এপ্রিল যোগ দেই পরিচ্ছন্নতা র‌্যালীতে।’

https://www.facebook.com/aman.faiz/videos/10155495993245488/

জনপ্রিয় টিভি উপস্থাপিকা মারিয়া নূর ১৩ এপ্রিল থাকবেন পরিচ্ছন্নতা অভিযানে। তিনি সবাইকে আমন্ত্রন জানিয়েছেন র‌্যালীতে অংশ নেয়ার এবং বিশ্ব রেকর্ডে নাম লেখাতে সহযোগিতা করার।

সারাবাংলা/পিএ/টিএস  

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর