অনেক দিন পরে কবরী
১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:০৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী কবরী। রাজনীতি, পরিবার এবং অন্যান্য কারণে প্রচারমাধ্যমেরও আড়ালে থাকেন তিনি।
এই আড়াল থেকেই ‘ডেটলাইন ২০১৭’ নামে একটি নাটকে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন কবরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল।
নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘নাটকে কবরী আপা একজন বীরাঙ্গনা নারী। তিনি একাত্তরে নিজের সম্ভ্রম হারান। পরে ২০১৭ সালে তার মেয়ে সাফাও ধর্ষিত হন। ধর্ষণের সঙ্গে যুক্ত সমাজের কীটদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে চান মা। অন্যদিকে তার মেয়ে আত্মসম্মানের ভয়ে আত্মহত্যার পথে পা বাড়ান।’
নাটকে অভিনয় প্রসঙ্গে কবরী বলেন, ‘নাটকের গল্পটা অনেক সুন্দর। এই কারণেই অভিনয় করা। ‘ডেটলাইন ২০১৭’ তে দর্শক একটি গোছানো গল্প দেখতে পাবে।
নাটকটিতে কবরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাফা কবীর। তিনি বলেন, ‘কবরী ম্যাডামের মতো এত বড়মাপের একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে পেরেছি এটাই আমার অভিনয় জীবনের অনেক বড় অর্জন।’
প্রসঙ্গত, ‘ডেটলাইন ২০১৭’ নাটকের নির্মাণ শেষ হয়েছে ইতিমধ্যে। বিজয় দিবস উপলক্ষে আগামী শনিবার বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।
সারাবাংলা/টিএস/পিএম