Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার বাতিঘরের নতুন নাটক ‘মাংকি ট্রায়াল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ১৫:৩৮

বাংলাদেশের আলোচিত নাট্যদল ‘বাতিঘর’-এর পথচলায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরও একটি মঞ্চ প্রযোজনা। তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি-এর মূল গল্প অবলম্বনে মঞ্চরুপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস-এর উপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই. কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে।

গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস্‌ মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত।

‘মাংকি ট্রায়াল’-এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর (শুক্রবার), সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

সারাবাংলা/এএসজি

‘মাংকি ট্রায়াল’ বাতিঘর নাট্যদল বাতিঘরের নতুন নাটক ‘মাংকি ট্রায়াল’

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর