Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাপুরাণ’ দেখা যাচ্ছে ঘরে বসে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ১৬:০০

গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছিলো তরুণ নির্মাতা রাশিদ পলাশ নির্মিত ‘পদ্মাপুরাণ’। ছবিটি বেশ আলোচিত হয়। দর্শকপ্রিয় ছবিটি এবার ঘরে বসে দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিক অ্যাপে ছবিটি দেখা যাচ্ছে।

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘বছর শেষে এটা সিনেমার দর্শকদের জন্য এক ধরনের উপহারও বলতে পারেন। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি তারা এখন খুব সহজে ছবিটি দেখে নিতে পারবেন।’

ছবিটি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে মুক্তি পেয়েছিল। এরপর বগুড়া, ফরিদপুর ও বরিশালেও মুক্তি পায়।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

সারাবাংলা/এজেডএস

পদ্মাপুরাণ প্রসূন আজাদ মোবাইল

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর