Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকর্মীদের স্মৃতিতে রাসেল ও’নীল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ১৭:৪৬

‘দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মনটা তোমার কেনা’—বিখ্যাত এ গানগুলোর রচিয়তা ছিলেন রাসেল ও’নীল। তিনি বছরের শেষ দিন বেছে নিয়েছেন আত্মহননের পথ। প্রখ্যাত এ গীতিকারের শোকে মুহ্যমান পুরো শোবিজ। পুরো ফেসবুক হয়ে উঠেছে শোক বই।

ক্রীড়া সাংবাদিক আপন তারিক প্রখ্যাত শিল্পী ও বিনোদন সাংবাদিক সঞ্জীব চৌধুরীর সঙ্গে রাসেল ওনীলের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করেন লেখেন, ‘দাদা (সঞ্জীব চৌধুরী) চলে গেছেন হঠাৎ একদিন আচমকা রাজ্যের হতাশা আর কষ্ট দিয়ে! এবার আপনিও গেলেন না জানি কোন অভিমানে, রাসেল ওনীল ভাই!
নিশ্চয়ই ফের আবার সঞ্জীব চৌধুরীর সঙ্গে জমবে আপনার তর্ক-বিতর্ক আর ধুমায়িত আড্ডা! কিন্তু এই সব অকাল প্রস্থান মেনে নেওয়া কঠিন!’

লেখক ও সাংবাদিক পলাশ রাসেলের সঙ্গে সম্পর্কের দীর্ঘ স্মৃতিচারণ করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘ভাবতেও পারছি না রাসেল ওনীলের মতো প্রাণবন্ত, অসম্ভব মেধাবি একজন মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন! কোন পরিস্থিতিতে? কেন? এই সমাজ এই দেশ কি মেধাবিদের জন্য বাস অযোগ্য হয়ে উঠছে?’

লন্ডন প্রবাসী সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ লেখেন, ‘একজীবনে আমার ব্যক্তিগত প্রাপ্তির কিছুই কাছে নেই। সবাই কমেবেশি ঠকিয়ে সরে গেছে, এখনো যায়। কয়েকবার গভীর অন্ধকারে বিনিদ্র শয্যায় আমিও সাইনআউট করার কথা ভেবেছি। তবুও কষ্ট হচ্ছে জেনে ২০/২২ বছরের পুরনো বন্ধু কবি রাসেল ওনীল শেষ স্বাক্ষর রেখেছে। অবাধ্য কবির আর্তনাদ মায়া হয়ে রইলো।’

অভিনেতা রওনক হাসান লেখেন, ‘এইটা তুই কি করলিরে বন্ধু !!! এইটা কেমন কথা! !! মাঝ রাতে থতমত হয়ে বসে আছি! !! শান্তি কি পাচ্ছিস রাসেল ওনীল!!!! আহহ!!!!!’

কালের কণ্ঠের সহকারী ফিচার সম্পাদক দাউদ হোসাইন রনি লেখেন, ‘২০০৭-৮ সালের দিকে প্রায়ই মধ্যরাতে ফোন করে রাসেল ভাই বলতেন, ‘রনি, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। চারদিকে অন্ধকার। আমারে একটু বাসায় দিয়ে আয় !’ একদিন তো হাউমাউ করে কাঁদছিলেনও। প্রথমবার এমন ফোন পেয়ে খুবই অবাক হয়েছিলাম। আমার বাসাও বেশ দূরে। খোঁজ নিয়ে জানলাম, পরিচিত অনেককেই এভাবে কল করেন রাসেল ওনীল। সেদিন সম্ভবত শাহান কবন্ধ তাকে বাসায় পৌঁছে দিয়েছিল। গতকাল রাতে যখন চিরদিনের জন্য ‘সূর্যস্নানে’ যাওয়ার মনস্থির করেছিলেন, তখন যদি পরিচিত কাউকে ফোন দিয়ে বলতেন, ‘বেঁচে থাকার ওয়েটা খুঁজে পাচ্ছি না, আমারে একটু দেখায়ে দে প্লিজ । ‘ নিশ্চয়ই তাকে চিরতরে সূর্যস্নানে যেতে হতো না। কেন একটা ফোনকল করলেন না রাসেল ভাই!’

সারাবাংলা/এজেডএস

রাসেল র'নীল


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর