Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার করোনায় আক্রান্ত শাবনূরের ছেলে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১৬:১২

এ দেশের চলচ্চিত্রে যখন নিয়মিত অভিনয় করছেন ততদিন ছিলেন শীর্ষ নায়িকা—শাবনূর। পেয়েছেন সব শ্রেণীর মানুষের ভালোবাসা। বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী নায়িকা। করোনার শুরু থেকে অবলম্বন করেছেন সবধরণের সতর্কতা। তারপরও করোনায় আক্রান্ত হয়েছেন। নিজের করোনায় আক্রান্তের খবর দেওয়ায় পর এবার জানালেন একমাত্র সন্তান আইজানও করোনায় আক্রান্ত।

শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেইজে ছেলের করোনায় আক্রান্তের খবর শেয়ার করেছেন। তিনি লেখেন, আইজান করোনা পজিটিভ। আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’

বিজ্ঞাপন

গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে পিঠ ব্যথার জন্য এক্স-রে করার পর জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত । সেদিনই আইসোলেশনে চলে যান শাবনূর । নিজের এমন শারীরিক অসুস্থতার মাঝেই জানতে পারলেন তার ছেলে আইজান করোনায় আক্রান্ত হয়েছে ।

সারাবাংলা/এজেডএস

আইজান শাবনূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর