Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সৃজিত

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১৬:২৭

কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার ফেসবুকে করোনা পজিটিভের খবরটি জানিয়েছেন।

তিনি জানান, আপাতত ডাক্তারদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন। সৃজিত লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘণ্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন’।

সৃজিতের দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তি পাবে ‘সাবাস মিঠু’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। তবে করোনা সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে মুক্তি পিছাতে পারে দুটি ছবিরই।

পশ্চিমবঙ্গে শনিবার করোনার সংক্রমণ ৪,৫০০ পার করেছে। করোনাকালের শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে করোনার তৃতীয় ঢেউয়ে পরিচালক নিজেই পড়লেন মহামারীর কবলে।

সারাবাংলা/এজেডএস

করোনাভাইরাস সৃজিত মুখার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর