Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যা সন্তান এলো তিশার কোলে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২২:০০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১০:০৮

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে রাত ৮টা ২৭ মিনিটে তার জন্ম হয়।

মাতা-পিতা হবার খবরটি নিশ্চিত করেছেন তিশা ও ফারুকী দুজনে। তারা তাদের ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘ভেবেছিলাম আমাদের আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু কেন জানি না, যখন আমরা তাকে দেখলাম, আমাদের কোলে নিলাম— কী থেকে জানি কী হয়ে গেল। অশ্রু গড়িয়ে পড়লো। কৃতজ্ঞতা ও ভালোবাসার অশ্রু!’

তিশা লেখেন, ‘সৃষ্টার বাগান থেকে সে বাবা-মার নিরাপদ নীড়ে যাত্রা শুরু করেছে আজ রাত ৮টা ২৭ মিনিটে। আলহামদুলিল্লাহ, মা ও কন্যা দুজনেই ভালো আছে।’

ফারুকী ও তিশা দুজনে ডা. সংযুক্তা সাহাকে ধন্যবাদ জানান তার কন্যাকে সুন্দরভাবে পৃথিবীতে আনার জন্য।

উল্লেখ্য গত বছরের ২৮ ডিসেম্বর তিশা মা হবার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর মাত্র তার কোল জুড়ে এলো কন্যা সন্তান।

সারাবাংলা/এজেডএস

ইলহাম নুসরাত ফারুকী তিশা ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর