Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো তাদের ‘সংসার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৩:০৫

‘পরের মেয়ে’ দর্শকের প্রিয় একটি ধারাবাহিক নাটক। নাটকটি গেলো বছর এনটিভিতে প্রচার শেষ হয়। এটি নির্মাণ করেছিলেন হাবীব শাকিল এবং রচনা করেছিলেন সৈয়দ জিয়া উদ্দিন। একই পরিচালক ইংরেজি নতুন বছরের শুরুতে আরো একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করলেন। তবে এবার হাবীব শাকিল ও ওমর উজ্জ্বল যুগ্মভাবে নাটকটি নির্মাণ করছেন। নাটকের নাম ‘সংসার’। নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আল মামুন, মুনমুন আহমেদ ও তানভীর।

বিজ্ঞাপন

হাবীব শাকিলের ‘পরের মেয়ে’ নাটকে অভিনয় করে তানভীর নতুন করে আলোচনায় আসেন। এ নাটকে চরিত্রানুযায়ী তার ব্যক্তিত্ব, তার অভিনয় দর্শককে মুগ্ধ করে। যে কারণে হাবীব শাকিলের নতুন ধারাবাহিক ‘সংসার’-এ অভিনয় নিয়ে বেশ উচ্ছসিত তিনি। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে গুনী অভিনেতা আল মামুন বলেন, ‘হাবীব শাকিল চট্টগ্রামে থাকতে গ্রুপ থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলো। যে কারণে নাটকের প্রতি বা নাটক নির্মাণের প্রতি তার একটা অন্যরকম টান রয়েছে। তার পরের মেয়ে ধারাবাহিকে অভিনয় করেছিলাম। দর্শকের কাছে বেশ গ্রহনযোগ্যতা পেয়েছিলো। শাকিল ভালো কাজ করে। শাকিল ও উজ্জ্বল দু’জন মিলে সংসার-ধারাবাহিকটিও বেশ যত্ন নিয়ে নির্মাণ করছে। আশা করি ভালোলাগবে দর্শকের।’

বিজ্ঞাপন

অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, মডেল মুনমুন আহমেদ বলেন, ‘আমি দু’দিন শুটিং করেছি। দু’দিনের যতোটুকু বুঝলাম যে পরিচালক বেশ যত্ন নিয়ে কাজটি করছেন, দর্শককে একটি ভালো গল্পের পারিবারিক নাটক উপহার দেবার জন্য। আমি আসলে নাচের কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত থাকি যে অভিনয়ে টানা সময় দেয়া আমার পক্ষে সম্ভব না। তারপরও সংসার’ টিমের আগ্রহের কারণেই কাজটি করছি। আশা রাখছি দর্শকের ভালোলাগবে।’

তানভীর বলেন, ‘শাকিলের পরের মেয়ে দর্শকের কাছে আমাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। যে কারণে তার কাজের প্রতি আমার আস্থা বেড়ে গেছে অনেকখানি। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। শিগগিরই নাটকটি প্রচারে আসবে।’

সারাবাংলা/এএসজি

শুরু হলো তাদের ‘সংসার’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর