Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুনার গান ‘কিছু আবছা হাওয়া প্রহর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৩:০৯

মুনা রহমান- ছোটবেলা থেকেই গান শিখছেন। মা সুরাইয়া ইসলামের আগ্রহেই মূলত মুনার গান শেখা। এখনো শখের বশে গান করছেন। আর তা করতে করতেই এরইমধ্যে প্রকাশিত হয়েগেলো মুনার প্রথম মৌলিক গান। নাম ‘কিছু আবছা হাওয়া প্রহর’। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর-সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান, সঙ্গীতায়োজন করেছে সাউণ্ডহ্যাকার। ইউসুফ আহমেদ খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গানটি গতকাল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মুনা শহীদুজ্জামান স্বপনের লেখা ও সুরে ‘কতোটুকু অশ্রুতে’ গানটি গেয়েছিলেন। গাওয়ার দিক দিয়ে বিবেচনা করলে এটি তার প্রথম মৌলিক গান। কিন্তু শ্রোতা দর্শকের কাছে প্রথম মৌলিক গান হিসেবে বিবেচিত হবে ‘কিছু আবছা হাওয়া প্রহর’ গানটি। কারণ এ গানটিই প্রথম প্রকাশ্যে এলো। ‘কিছু আবছা হাওয়া প্রহর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মেধাবী সিনেমাটোগ্রাফার পার্বত রায়হান।

নিজের প্রথম প্রকাশিত মৌলিক গান প্রসঙ্গে মুনা রহমান বলেন, ‘গানের কথা, সুর, সঙ্গীতায়োজন আমার কাছে ভীষণ ভালোলেগেছে। এক কথায় অসাধারণ। গানের কথা যেমন তারসাথে সঙ্গতি রেখেই সুর সঙ্গীতায়োজন করা হয়েছে। আমার প্রথম মৌলিক গান হিসেবে আমি সন্তুষ্ট। শ্রোতাদের কাছে আহ্বান থাকলো গানটি শোনার জন্য এবং তাদের অভিমত জানানোর জন্য। সত্যি বলতে কী স্বপ্ন হলো গানটা করে যেতে চাই।’

সারাবাংলা/এএসজি

মুনা রহমান মুনার গান ‘কিছু আবছা হাওয়া প্রহর’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর