Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘বোকা পরিবার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৬:৪৯

২০২২ সালের শুরুর দিকটাতেই প্রচারে আসছে মেধাবী নাট্যনির্মাতা সৈয়দ শাকিল পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। এর আগে সৈয়দ শাকিল পরিচালিত ‘সম্রাট’, ‘সোনার শেকল’, ‘হাওয়াই মিঠাই’, ‘বাতিঘর’, ‘মামলাবাজ’সহ আরো বেশকিছু ধারাবাহিক নাটক গল্প এবং নির্মাণশৈলী’র কারণে দারুন দর্শকপ্রিয়তা পেয়েছিলো।

‘বোকা পারিবার’ নিয়ে সৈয়দ শাকিল ভীষণ আশাবাদী। তিনি জানান তার এবারের ধারাবাহিকের গল্প রচনা করেছেন ফজলুল সেলিম। নাটকটির গল্প প্রসঙ্গে সৈয়দ শাকিল বলেন, ‘বোকা পরিবার একটি সম্পূর্ণ পারিবারিক গল্পের নাটক। মূলত যৌথ পরিবারের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। দেখা যায় বাবার দিকের সবাই বোকা। সেই বোকামীর বিষয়টাকেই সচেতনতার সাথে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে এক কথায় বেশ ভালো অভিনয় করেছেন। ধারাবাহিকটি নিয়ে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

মীর সাব্বির বলেন,‘ এর আগে শাকিল ভাইয়ের নির্দেশনায় বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছি। সত্যিই তিনি ভীষণ মেধাবী একজন পরিচালক, পাশাপাশি একজন ভালো মানুষও বটে। এবারের নাটকটি নিয়ে অনেক আশাবাদী আমি।’

নাদিয়া বলেন, ‘শাকিল ভাইয়ের নির্দেশনায় কাজ করার মধ্যে একটা ভীষণ তুপ্তি কাজ করে। কারণ তিনি প্রতিটি চরিত্রই যত্ন নিয়ে দর্শকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেন। বোকা পরিবারের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ তাকে।’

ধারাবাহিকে অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম, শিরীন আলম, আব্দুল্লাহ রানা, শেলী আহসান, মীর সাব্বির, সাজু খাদেম, আরফান আহমেদ, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, উর্মিলা শ্রাবন্তী কর, রিমি করিম, নায়মা আলম মাহা। এরইমধ্যে ২৬ পর্ব নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে কোন চ্যানেলে নাটকটি প্রচার হবে তা শিগগিরই চুড়ান্ত হয়েই দ্রুত প্রচারে আসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

‘বোকা পরিবার’ আব্দুল্লাহ রানা আরফান আহমেদ উর্মিলা শ্রাবন্তী কর ডা. এজাজুল ইসলাম তাহমিনা সুলতানা মৌ ধারাবাহিক নাটক নাদিয়া আহমেদ মীর সাব্বির সাজু খাদেম সৈয়দ শাকিল

বিজ্ঞাপন

ইসলামী দলগুলোর জোট কোন পথে
১৯ নভেম্বর ২০২৪ ২১:৫৭

আরো

সম্পর্কিত খবর