Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বছর পর আবার বড়পর্দায় ‘দ্য গডফাদার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২ ১৪:১২

১৯৭২ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ফ্রান্সিস ফোর্ড কপ্পোলা পরিচালিত ‘দ্য গডফাদার’। মারিও পুৎজোর উপন্যাস অনুযায়ী তৈরি হয়েছিল এই কালজয়ী ছবি। মার্লন ব্র্যান্ডো থেকে শুরু করে আল পাচিনো- এককথায় প্রায় প্রতিটি অভিনেতাই নিজের কেরিয়ারের অন্যতম সেরা পারফর্মেন্সের স্বাক্ষর রেখেছিলেন এই ছবিতে। বর্তমানে ৫০ বছরের চৌকাঠে পা রেখেছে এই ছবি। তাই এই সুবর্ণজয়ন্তী পালনে ব্যস্ত রয়েছে প্যারামাউন্ট পিকচার্স।

বিজ্ঞাপন

ছবির ৫০ বছর উপলক্ষে চলতি বছর অর্থাৎ ২০২২ সালে মুক্তি পেতে চলেছে ‘দ্য গডফাদার’-এর ঝকঝকে ভার্সন। ছবিটিকে আরও ঝকঝকে করে দর্শকদের সামনে পেশ করা হবে। সঙ্গে এর সাউন্ডেও আনা হয়েছে পরিবর্তনের রকমফের। ডলবি প্রযুক্তি যোগ করা হয়েছে ছবির সাউন্ড আরও উন্নতমানের করার লক্ষ্যে।

প্যারামাউন্ট পিকচার্স এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি আমেরিকার ডলবি সিনেমা হলে আবার একবার মুক্তি পাবে ‘দ্য গডফাদার’।

সারাবাংলা/এএসজি

৫০ বছর পর আবার বড়পর্দায় ‘দ্য গডফাদার’ দ্য গডফাদার প্যারামাউন্ট পিকচার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর