Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবমুক্ত হলো মাহাতিম সাকিবের ‘হলুদে চোখ রাখো’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৯:৩০

দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রিতিষ্ঠান ‘প্রোটিউন’ থেকে অবমুক্ত হলো মাহাতিম সাকিবের ‘হলুদে চোখ রাখো’। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।

এ গান সম্পর্কে গীতিকার প্রসেনজিৎ ওঝা জানালেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণ যোগ্যতাও পাবে। সম্প্রতি মাহতিম সাকিবের মনটা অবাধ্য ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আমরা তার অনেক গুলো গান করছি, গানগুলো আমাদের চ্যানেলে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে।’

বিজ্ঞাপন

গানটির মিউজিক ভিডিওটাও নির্মাণ করেছেন প্রোটিউন টিম। গানটির ভিডিওতে আছে মাহাতিম সাকিব ও ঈশিকা। প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’-তে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এএসজি

অবমুক্ত হলো মাহাতিম সাকিবের ‘হলুদে চোখ রাখো’ মাহাতিম সাকিব

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর