Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখে মুহিনের মিউজিক ভিডিও


১১ এপ্রিল ২০১৮ ১৩:৫৩

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বৈশাখে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। গানের শিরোনাম ‘এলোরে বৈশাখ এলো’। শাহ্ মো. নাজিম চিশতীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত। ১৩ এপ্রিল অনলাইনে গানটি শুনতে ও দেখতে পাবেন শ্রোতা দর্শকরা।

কণ্ঠশিল্পী মুহিন

গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রানা। এতে মডেল হয়েছেন আফ্রি ও সুপ্ত আর কোরিওগ্রাফি করেছেন হাবিব।

ভিডিওটি সম্পর্কে নির্মাতা রানা বলেন, ‘পহেলা বৈশাখের আমেজের কথা মাথায় রেখে গানটির ভিডিও করেছি। গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগবে। নাচে গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি সবার মাঝে অন্যরকম আনন্দ সৃষ্টি করবে বলে আশা করছি।’

রনস্ মিউজিকের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর