Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নায়িকার সন্ধানে’ আ.খ.ম. হাসান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১৪:১৭

নাটক নির্মাণে নেমেছেন আ.খ.ম. হাসান। কিন্তু, নাটক নির্মাণ করতে গিয়ে মিডিয়ায় এতো নায়িকা থাকতেও নায়িকার সংকটে পড়েছেন তিনি। কারণ, জনপ্রিয় কোনো অভিনেত্রীকে নিয়ে তিনি নাটক নির্মাণ না করে, নতুন মুখ নিয়ে কাজটি সম্পন্ন করতে চাচ্ছেন।

এমনই এক গল্পে নির্মিত হল টেলিফিল্ম ‘নায়িকার সন্ধানে’। রাজীব মণি দাসের রচনায় এটি পরিচালনা করেছেন যাদু ফরিদ। আর এতে অভিনয় করেছেন- আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সঞ্জয় রাজ, মুমু, আহমেদ সাজু, আফরোজা হোসেন, নিথর মাহবুব, এবি রশিদ, মোশাররফ হোসেন, সাদমান রানা, মিথিলা রহমান, মুন পেনহেইরো ও জাকিয়া রহমান।

টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘আমাদের নাট্য জগতের বাস্তব অভিজ্ঞতার আলোকে খুবই সুন্দর একটি গল্পে এটি নির্মিত হয়েছে। যেখানে পরিচালকের ভূমিকায় আমাকে দেখা যাবে। মিডিয়ায় পরিচালকদের নাটক নির্মাণ করতে গিয়ে যে নানান পরিস্থিতির শিকার হতে হয়, গল্পটি তারই বাস্তব একটি রূপ।’

বিজ্ঞাপন

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘গল্পটি মূলতঃ নাট্য জগতেরই গল্প। নাটক নির্মাণ করতে গিয়ে একজন পরিচালকের কত কিছু মোকাবেলা করতে হয়। দর্শকদের বিনোদনের পাশাপাশি চেষ্টা করেছি সমাজ পরিবর্তনে কিছু ম্যাসেজ দেয়ার। আশা করি সকল শ্রেণিপেশার মানুষেরই ভালো লাগবে।’

গেল ২১ জানুয়ারি উত্তরায় এই টেলিফিল্মের শুটিং শেষ হয়েছে বলে জানিয়ে নির্মাতা জাদু ফরিদ বলেন, ‘মিডিয়ার মানুষ হয়ে মিডিয়ারই গল্প নিয়ে কাজটি করে আমি খুবই আনন্দিত। বর্তমান দর্শকের কথা মাথায় রেখে গল্পটি নির্মাণ করা হয়েছে।’

‘নায়িকার সন্ধানে’ টেলিফিল্মটি প্রচারিত হবে বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে।

সারাবাংলা/এএসজি

আ খ ম হাসান ঊর্মিলা শ্রাবন্তী কর চ্যানেল আই টেলিফিল্ম নাদিয়া আহমেদ নায়িকার সন্ধানে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর