বিজয় দিবসে আসছে ‘নিবাস‘
১৪ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিবাস। ১৫ মিনিট দৈর্ঘ্যরে এই সিনেমার পরিচালক রানা মাসুদ। বাসস্থানের মতো মৌলিক অধিকার পাচ্ছে না যারা, তাদের গল্পই বলবে এই ছবি।
বাস্তুহারা মানুষের বঞ্চনার গল্প বলে, পরিচালক ছবির শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন পার্বত্য অঞ্চলের উপজাতিয় জীবন। মারমা সম্প্রদায়ের একটি ছেলেকে নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী।
স্বার্থের নিষ্ঠুরতা বোঝাতে সমতলের কুটিল মানসিকতার মানুষের পাশাপাশি দেখানো হয়েছে সরল পাহাড়ি এক চরিত্রকে। আর এই দুই চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং অং থিউ চিং মার্মা।
আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বেড়েই চলেছে ঘরহারা মানুষদের সংখ্যা। অনেক বড় ক্যানভাসের মানবিক বিষয়টি পরিচালক তুলে আনার চেষ্টা করেছেন ছোট পরিসরে, প্রতিকী রূপে।
বিজয় দিবসে ছবিটি প্রদর্শিত হবে জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে, সন্ধ্যা সাতটায়।
সারাবাংলা/পিএ/তুসা