Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পাচ্ছে ২৫ হলে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেশের বড় ২৫টি সিনেমা হলে দেখা যাবে ছবিটি।

পরিচালক জানালেন, দেশে এ মুহূর্তে করোনার কারণে নানারকম বিধি নিষেধ চলছে। তারপরও ছবিটি নিয়ে দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি ছবিটি তারা দল বেঁধে দেখতে আসবেন।

যে সকল সিনেমা হলে চলবে ছবিটি

শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), সেনা (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শেরপুর), নবীন (মানিকগঞ্জ), রূপকথা (পাবনা), মধুবন (বগুড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বনলতা (ফরিদপুর), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (মিরপুর)।

বিজ্ঞাপন

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এ অভিনয় করছেন জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাস। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন প্রয়াত সাদেক বাচ্চু। এটি হতে যাচ্ছে তার সর্বশেষ মুক্তি পেতে যাওয়া ছবি। আরও অভিনয়ে আছেন এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। ছবিটি মূলত কমেডি ও ফ্যামিলি ড্রামার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস বাপ্পী চৌধুরী শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২