Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনসার্ট ফর পাওমুম আগামীকাল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:১২

চ্যারিটি শো ‘কনসার্ট ফর পাওমুম’ অনুষ্ঠিত হবে বিরুলিয়ার ‘দ্য মার্কেটপ্লেসে’।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠেয় কনসার্ট শো অনলাইনেও দেখা যাবে।

কনসার্টে অংশ নিচ্ছে: জলের গান, কার্নিভাল, রণপা, আইনুস মহল্লা, ফিরোজ জং এবং বক্ররেখা।

বান্দরবানে আদিবাসী শিশুদের স্কুল নির্মাণসহ উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে অর্থায়নের অংশ হিসেবে কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ঝিড়ঝিড়, থার্ড স্পেস এবং টিম পাওমুম।

কনসার্টে টিকেটের দাম (অনলাইন): ২৫০ টাকা; (অফলাইন): ৫০০ টাকা। টিকেটের জন্য যোগাযোগ: ০১৭২৭৩২৩০২৫

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর