আশরাফুল পাভেলের ‘আমার চেহারাটা কালা’
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৬
আধুনিক ভাষার পাশাপাশি সিলেটি ভাষার মিশেল দিয়ে গানের কথায় ব্যতিক্রমী এক ধারা নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল। আধুনিক গানে সিলেটের ভাষা আর কণ্ঠে সিলেটের টান, সেই সাথে গানের দৃষ্টি নন্দন ভিডিও। সব মিলে গানগুলো শ্রোতাদের কাছে আলাদা ভালো লাগার এক জায়গা তৈরি করেছেন তিনি।
২০২০ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় তার তিনটি গান। গানগুলো হলো ‘দূরে যাইও না’, ‘যাইমু লং ড্রাইভো’ এবং ‘এত লজ্জা কেনো’। এরপর ২০২১ সালের মাঝামাঝি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সিলেটিয়া রঙিলা দামান’- সবগুলো গানই পায় শ্রোতাপ্রিয়তা।
এরই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পেল তার নতুন গান ‘আমার চেহারা কালা’। পুরোপুরি সিলেটি ভাষার গান ‘আমার চেহারা কালা’। যা তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পল্লব ভাই-এর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আশরাফুল পাভেল নিজেই।
ভারতীয় নির্মাতা ও মডেল শাইল শর্মা গানটির ভিডিও নির্মাণ করেছেন। কানাডার মনরোম লোকেশনে চিত্রায়িত এই ভিডিওতে অভিনয় করেছেন সাঈদ, নাভ এবং ড্রেক। আছে পল্লব ভাই ও আশরাফুল পাভেলের উপস্থিতিও।
সারাবাংলা/এএসজি