ঋতুপর্ণাকে বিয়ে করছেন প্রসেনজিৎ!
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬
টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে বিয়ে করতে চলেছেন টলিউডের আরেক সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিয়ের আমন্ত্রণ পত্র তৈরি, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেই আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আনলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভ্যালেন্টাইন্স ডে-র দিনই বিয়ের ঘোষণা দিলেন এই দুই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসেনজিৎ যে বিয়ের ডিজিট্যাল কার্ড পোস্ট করেছেন, তাতে লেখা রয়েছে, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’
প্রসঙ্গত, মোহর হচ্ছেন প্রসেনজিৎ-এর ম্যানেজার, অন্যদিকে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তর টিমের সঙ্গে যুক্ত। আর বিয়ের ঘটকালি করছেন প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। কিন্তু মূল ঘটানাটা কী? ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর ‘প্রাক্তন’ জুটি ফের একবার রুপালি পর্দায় ফিরতে চলেছেন। আর সেই ছবিরই এমন অভিনব ঘোষণা সারলেন অভিনেতা। ছবির পরিচালক সম্রাট শর্মা। তবে এই ছবির বিষয় নিয়ে কিংবা ছবির শ্যুটিং ডেট নিয়ে এখনই মুখ খুলছেন না কেউই। সেটা আপাতত সারপ্রাইজ।
উল্লেখ্য, প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতা ‘প্রাক্তন’ ছবিতে কামব্যাক করেছিল এই হিট জুটি। এরপর ২০১৮ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও একসঙ্গে কাজ করেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।
সারাবাংলা/এএসজি