শাফিনের উকিল নোটিশ
১৪ ডিসেম্বর ২০১৭ ২০:৩০
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ভেতরে ভেতরে যে কিছু ঘটছিল তা পরিষ্কার হলো বৃহস্পতিবার বিকালে। মাইলস ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদের পক্ষে আইনজীবী মোস্তফা জামাল পাশা পঠিয়েছেন উকিল নোটিশ। তবে নোটিশে নেই কোনো অভিযুক্তের নাম।
নোটিশে বলা হয়েছে, ‘আমার মক্কেল মাইলস ব্যান্ড লিমিটেডের এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ। তিনি মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে মাইলস ব্যান্ড ‘মাইলস ব্যান্ড লিমিটেডে’-এর সম্পত্তি। ইদানীং দেখা যাচ্ছে, কতিপয় ব্যক্তি মাইলস ব্যান্ড লিমিটেডের অর্থাৎ শাফিন আহমেদের কোনও অনুমতি ছাড়াই ‘মাইলস’ নাম ব্যবহার করে গান পরিবেশন করছেন। যার একক অধিকার শুধু শাফিন আহমেদের। অনুমতি ছাড়া কোনও প্রকার পরিবেশনায় না যাওয়ার জন্য মিউজিসিয়ানসহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায় ব্যান্ডের আরেক সদস্য হামিন আহমেদসহ অন্যান্য কোনো সদেস্যর হাতে এই নোটিশ পৌঁছায়নি। এ ব্যাপারে হামিন আহমেদের যাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘নোটিশ আমাদেরকে পাঠানো হয়নি। আমাদের কাজে সমস্যা তৈরি করতেই এই কৌশল নিয়েছেন তিনি।’
সারাবাংলা/পিএ/পিএম