Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গীতশ্রীর কণ্ঠে চিরায়ত যে গানগুলো

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪০

গত শতাব্দীর পাঁচের দশকে মুক্তি পেয়েছিল ‘অগ্নিপরীক্ষা’। নায়ক-নায়িকা উত্তম-সুচিত্রা। চিরসবুজ এই জুটির ছবি এটিই প্রথম নয়, কিন্তু কার্যত এই ছবি থেকেই তারা উত্তম-সুচিত্রা হয়ে ওঠেন। আর সেই ছবিতে সুচিত্রার নেপথ্য কণ্ঠে শোনা গেল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর। ‘অনুরোধের আসরে’ ফিরে ফিরে বেজে চলল ‘গানে মোর কোন ইন্দ্রধনু’, ‘কে তুমি আমারে ডাকো’র মতো গান। ক্রমেই মহানায়িকা হয়ে উঠলেন সুচিত্রা। আর তার কণ্ঠের নেপথ্যে ভেসে রইল একটি কণ্ঠস্বর।

বিজ্ঞাপন

তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা সিনেমার স্বর্ণযুগের সূচনা থেকেই এর সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে গেলেন তিনি। বয়স আর শরীরের সঙ্গে আর পেরে না ওঠায় এবার পৃথিবীকে চিরবিদায় জানালেন বাংলা গানের সোনালি যুগের শেষ তারকা।

কণ্ঠের মাধুর্য দিয়ে অজস্র গানকে জনপ্রিয় করে তুলেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই পঞ্চাশ-ষাট-সত্তরের দশকে যে গান করেছেন, সেই গানও এখনো চিরকালীন হয়ে জেগে রয়েছে বাঙালির মনে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান এক সুরেলা মোহময় আবেশের স্রষ্টা তিনি। সেই আবেশ বাঙালির বড় নিজের, তার আত্মপরিচয়ের গহীনে লুকিয়ে থাকা এমন এক সম্পদ যা একান্তভাবেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান।

একনজরে দেখে নেওয়া যাক এই সুরসম্রাজ্ঞীর কণ্ঠে চিরকালীন হয়ে যাওয়া কয়েকটি গান—

কে তুমি আমারে ডাকো
চলচ্চিত্র- অগ্নিপরীক্ষা (১৯৫৫), পরিচালক- অগ্রদূত, গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার, সঙ্গীত পরিচালক- অনুপম ঘটক, মুখ্য ভূমিকায় উত্তম কুমার ও সুচিত্রা সেন।

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
চলচ্চিত্র- সবার উপরে (১৯৫৬), পরিচালক- অগ্রদূত, গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার, সঙ্গীত পরিচালক- রবিন চ্যাটার্জি, মুখ্য ভূমিকায় উত্তম কুমার ও সুচিত্রা সেন।

আমি তোমারে ভালোবেসেছি
চলচ্চিত্র- নতুন জীবন (১৯৬৫), পরিচালক- রাজেন সরকার, গীতিকার- পুলক ব্যানার্জী, সঙ্গীত পরিচালক- রাজেন সরকার, অভিনয়ে- অনুপ কুমার ও সন্ধ্যা রায়।

চম্পা চামেলী গোলাপেরই বাগে
চলচ্চিত্র- অ্যান্টনি ফিরিঙ্গি (১৯৬৭), পরিচালক- সুনীল ব্যানার্জি, গীতিকার- প্রনব রায়, সঙ্গীত পরিচালক- অনিল বাগচী, মুখ্য ভূমিকায় উত্তম কুমার ও তনুজা।

বিজ্ঞাপন

তুমি না হয় রহিতে কাছে
চলচ্চিত্র- পথে হলো দেরি (১৯৮০), পরিচালক- অগ্রদূত, গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার, সঙ্গীত পরিচালক- রবিন চ্যাটার্জি, মুখ্য ভূমিকায় উত্তম কুমার ও সুচিত্রা সেন।

এ শুধু গানের দিন
চলচ্চিত্র- পথে হলো দেরি (১৯৮০), পরিচালক- অগ্রদূত, গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার, সঙ্গীত পরিচালক- রবিন চ্যাটার্জি, মুখ্য ভূমিকায় উত্তম কুমার ও সুচিত্রা সেন।

সারাবাংলা/এএসজি

সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যার গান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর