Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে ডলি জুহুর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৩

বর্ষীয়ান অভিনেত্রী ডলি জুহুরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঠান্ডাজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে গেলে তাকে ভর্তি করানো হয়।

রওনক জানান, ঠাণ্ডাজনিত কারণে বেশ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন ডলি জুহুর। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে।

হাসপাতা‌লের বিছানায় ধারণ করা এক‌টি ভি‌ডিও ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন রওনক হাসান। তা‌তে নি‌জের শারী‌রিক অবস্থার কথা জা‌নি‌য়ে ড‌লি জহুর ব‌লেন, ‘আমার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। ওরা (রওনক হাসান) জোর করে এনে ভর্তি করিয়ে দিলো। আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হ‌য়ে উঠি।’

সারাবাংলা/এজেডএস

এভারকেয়ার হাসপাতাল ঠান্ডা ডলি জুহুর