Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলি জুহুরের করোনা পজিটিভ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২০

বাংলা চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ডলি জুহুরের করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সাথে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই কাউকে অযথা হাসপাতালে ভীড় না করার অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ডলি জুহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার হালকা কাশি ছিল। হাসপাতালে ভর্তির পর এক ভিডিও বার্তায় ডলি জুহুর বলেছিলেন, ‘আমার তেমন কিছুই হয়নি। তারপরও ওরা (অভিনয়শিল্পী সংঘ) জোর করে হাসপাতালে নিয়ে আসলো।’

সারাবাংলা/এজেডএস

করোনা পজিটিভ ডলি জুহুর