Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারিক আড্ডায় হৃত্বিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৭

বিচ্ছেদের আট বছর বাদে নাকি প্রেমের দেখা পেয়েছেন বলিউডের গ্রিক দেবতা খ্যাত সুপারস্টার হৃতিক রোশন। দিন কয়েক আগে এমন খবরই জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দাবির সপক্ষে তারা হাজির করেছে ভিডিও। যাতে দেখা গেছে রাতে এক তরুণীর হাত ধরে রেঁস্তোরা থেকে বেরুচ্ছেন হৃতিক। জানা গেছে তরুণীর নাম সাবা আজাদ; যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট।

এবার হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতার চর্চিত বান্ধবী সাবা আজাদকে। রোববার (২০ ফেব্রুয়ারি) হৃতিকের চাচা, সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। সেখানে হৃতিকের পুরো পরিবারের মধ্যমণি হয়ে থাকলেন সাবা। তিনিও যে এখন রোশন পরিবারেরই একজন তা বেশ বোঝা যাচ্ছে এই ছবি থেকে।

বিজ্ঞাপন
সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি

সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি

ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবার পাশাপাশি দেখা মিলল অভিনেতার দুই পুত্র রিহান ও রিদানের। ছিলেন হৃতিকের মা পিঙ্কি রোশন, চাচা রাজেশ রোশন, বোন পশমিনাসহ আরও অনেকে। লিভিং রুমের মধ্যে রবিবাসরীয় আড্ডায় মেতে থাকতে দেখা গেল তাদের।

ছবির ক্যাপশনে রাজেশ রোশন লিখেছেন, ‘খুশি সবসময়ই সঙ্গে থাকে, বিশেষত রোববার, মধ্যাহ্নভোজের সময়’। এই পোস্টের কমেন্ট বক্সে হৃতিক লিখেছেন, ‘একদম সত্যি কথা!! আর তুমিই সবচেয়ে মজার মানুষ।’ এই পোস্টের কমেন্ট বক্সে সাবা কী লিখলেন? হবু শ্বশুরবাড়িতে সময় কাটিয়ে আপ্লুত তিনি। লিখেছেন, ‘সেরা রোববার’।

 

 

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কবাডি’ দিয়ে ডেবিউ। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারিক আড্ডায় হৃত্বিক সাবা আজাদ হৃতিক রোশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর