২৫-এ প্রাচ্যনাট
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৪
২৫ বছরে পা দিল দেশের প্রথম সারির নাট্যদল প্রাচ্যনাট। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রাচনাটের ওয়েবসাইটের (www.prachyanat.com) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রাচনাটের মহড়া কক্ষে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনয়শিল্পী জাহিদ হাসান। উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ।
ওয়েবসাইট উদ্বোধনে জাহিদ হাসান বলেন, ‘প্রাচনাটের ২৫ বছর বাংলাদেশের জন্য একটি বড় দৃষ্টান্ত। দলের দ্বায়িত্ব আরো বেড়ে গেলো। একটি দলের ২৫ বছর পর মানুষ ভুলগুলো আর ক্ষমা করে না, ভুলগুলো ধরে। সেই ভাবেই দলকে এগিয়ে যেতে হবে।’ তার সাথে যুক্ত করে প্রাচ্যনাটের কর্ণধার আবুল কালাম বলেন, ‘এখন নতুনদের জায়গা দিতে হবে, তারা যেন আরো ভালো করে সেই ভাবে তাদের বুঝিয়ে দিতে হবে।’
উল্লেখ্য যে, ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারিতে ‘প্রাচ্যনাট’-এর যাত্রা শুরু হয়। এই ২৫ বছরে প্রাচ্যনাট ৩৬ টি বড় ও ছোট প্রযোজনা উপহার দেয় যা দর্শক ও সুধী মহলে বেশ প্রশংসিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজনস্, কইন্যা, রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, পুলসিরাত ও খোয়াবনামা। প্রাচ্যনাট ২০০১ সালে প্রতিষ্ঠা করে “প্রাচ্যনাট স্কুল অব্ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন”। ২০ বছর ধরে সফলতার সাথে স্কুলের কার্যক্রম অব্যাহত আছে। শিশুদের জন্য প্রাচ্যনাট, মিউজিক্যাল অনসাম্বল, থিয়েটার ল্যাবসহ বিভিন্ন সৃজনশীল কাজ চালিয়ে যাচ্ছে নিষ্ঠার সাথে। প্রাচ্যনাটের ভবিষ্যত পরিকল্পনা হলো একটি সম্পূর্ণ সজ্জিত থিয়েটার সেন্টার প্রতিষ্ঠা করা, যা সমস্ত থিয়েটার কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠবে।
সারাবাংলা/এএসজি