Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতিকা ইয়ামিনের প্রথম একক গান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৩

সঙ্গীতশিল্পী আতিকা ইয়ামিন তার প্রথম একক গান ‘এক পশলা বৃষ্টি’ প্রকাশ করেছেন। রাজধানীর এক রেস্তরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়। খ্যাতিমান সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ও ফুয়াদ নাসের বাবু, প্রখ্যাত বিতার্কিক ও টিভি ব্যক্তিত্ব আবদুর নূর তুষারসহ আরও অনেক বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গানটির সুরকার সোহাগ চক্রবর্তী এবং কথা লিখেছেন আতিকা নিজেই। পৃথ্বীজিত সাহা পরিচালিত এবং আফফান আজিজ প্রিতুলের সম্পাদনায় অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির উন্মোচন করা হয় ।

ইয়ামিন জানান, তার গানটি অস্থায়ী মোহ এবং অপূর্ণ সম্পর্কের কথা বলে। ঠিক যেন এক ফোটা বৃষ্টি, যা তৃষ্ণা মেটাতে পারেনা আর এই সম্পর্কটি শিল্পীর মাঝে ভালবাসার চাহিদা যেন আরও বাড়ায়। এই কষ্টের অনুভূতি তার পথে বাঁধা হতে পারে না। সে সব বাঁধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়।

বিজ্ঞাপন

নবীন এ শিল্পী মৌলিক গান ছাড়াও অনেক বিজ্ঞাপন, নাটক এবং সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর