আর্থিক প্রতারণার অভিযোগে সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
৬ মার্চ ২০২২ ১৯:৪০
আইনি বিপাকে জড়ালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এই অপরাধে তার বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। জানা গিয়েছে দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যাননি তিনি।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, সোনাক্ষীর বিরুদ্ধে প্রমোদ শর্মা নামে এক ইভেন্ট প্ল্যানার এই অভিযোগ এনেছেন। এই ইভেন্ট প্ল্যানারের কাছ থেকে দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় মুদ্রায় ৩৭ লাখ টাকা নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু সেই অনুষ্ঠানে তিনি হাজির হন নাই। পরবর্তীতে অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। তবে সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে সোনাক্ষীর ম্যানেজার। অভিনেত্রীর সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনও লাভ না হয়ে থানায় প্রতারণার অভিযোগ জানান প্রমোদ শর্মা।
আরও জানা গেছে, সোনাক্ষী নিজের বয়ান দিতে একাধিকবার ডাকার পরেও গরহাজির থাকায় আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, দিনকয়েক আগে শুটিং সেরে ভারতে ফেরেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন সালমান খান, পূজা হেগড়ে ও দিশা পাটানি। আগামীতে সোনাক্ষীকে দেখা যাবে হুমা কুরেশির সাথে ‘ডবল এক্সেল’ ছবিতে। রীতেশের সাথে ‘কাকুদা’-তেও দেখা মিলবে তার।
সারাবাংলা/এএসজি
আর্থিক প্রতারণার অভিযোগে সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সোনাক্ষী সিনহা