Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটিতে গুণিন ২৪ মার্চ থেকে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ১৮:১৫

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল ১১ মার্চ। তখন থেকে অনেক দর্শক ছবিটি ওটিটিতে দেখতে চেয়েছিলেন। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের নিজস্ব ওটিটিতে মুক্তি দিতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। ওইদিন রাত ৮টা থেকে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন ছবিটি।

‘গুণিন’-এর প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

বিজ্ঞাপন

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প। নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই আছেন।

‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতোমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।

সারাবাংলা/এজেডএস

গুণিন পরীমনি শরিফুল রাজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর