Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ মার্চের ভয়াবহতা নিয়ে নাটক ‘ভয়াল রাত’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ২০:৩৩

২৫ মার্চ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভয়াল রাত’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রঞ্জু । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, আরজুমান্দ আরা বকুল, রামিজ রাজু, তানিন তানহা, জামিল হোসেন, আশরাফুল আশীষসহ আরো অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, ‘মাহমুদ ভার্সিটির প্রফেসর এবং প্রবন্ধ লেখক। তার একমাত্র মেয়ে লুবনা, স্ত্রী নাজমা ও বিশ্বস্ত জ্ঞাতি কাশেমকে নিয়ে তার সংসার। ২৫মার্চ রাতে হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করে। ঢাকার প্রত্যেক বাসা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় মাহমুদের বাসায় ঘটে যায় নানান ঘটনা। লুবনার খালাতো ভাই আবীর। তারা একে অপরকে ভালোবাসে। ২৫ মার্চ আবীরের বাবা তাকে রেখে শহর ছেড়ে চলে যায়। কারণ আবীর ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। এক পর্যায়ে অনেক রিস্ক নিয়ে আবীর লুবনাদের বাড়িতে আসে।

বিজ্ঞাপন

লুবনার বাবা-মা লুবনাকে আবীরের সঙ্গে পাঠিয়ে দেয়। আবীর মুক্তিযুদ্ধে যেতে চায়। সেই রাতের ভয়াবহ, দুর্বিষহ ঘটনাগুলো ঐ পরিবারের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়। পাকিস্তানিরা মাহমুদকে তাদের পক্ষে কাজ করতে বলে। মাহমুদ রাজি না হলে মেজরের নির্দেশে সিপাহীরা মাহমুদ, নাজমা ও কাশেমকে জঘন্যভাবে হত্যা করে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।’

সারাবাংলা/এজেডএস

২৫ মার্চ বিটিভি ভয়াল রাত

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর