Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে নিয়ে গান ‘ফিরে এসো বঙ্গবন্ধু’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ১৭:৩৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে গানচিত্র ‘ফিরে এসো বঙ্গবন্ধু’। গানটি লিখেছেন কলকাতার গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী এবং সুরকার কলকাতার চিরন্তন ব্যানার্জি।

‘ফিরে এসো বঙ্গবন্ধু’ গানচিত্রটি চিত্রায়িত হয়েছে বাংলাদেশ, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক সিটিতে।

ভিডিওটিতে প্রবাসী তারকাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক থেকে কণ্ঠশিল্পী তনিমা হাদি ও লস অ্যাঞ্জেলেস থেকে মারভীন অধিকারী রুপম। কলকাতা থেকে জয়তী চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, চিরন্তন ব্যানার্জি ও শুভদ্বীপ চক্রবর্তী। বাংলাদেশ থেকে অংশ নেন সামিনা চৌধুরী, আলোচিত ব্যান্ড ‘স্পন্দন’ এবং এ.পি. শুভ।

জানা গেছে, জাতির জনকের দীর্ঘ সংগ্রামী জীবন এবং বাংলাদেশের মহান স্বাধীনতার মহিমা তুলে ধরতে ক্যালিফোর্নিয়ার ‘এইচডি বাংলা’ টেলিভিশনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে গানচিত্রটি।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে সঙ্গীতচিত্রটি মুক্তি পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

ফিরে এসো বঙ্গবন্ধু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর