বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১০০টি নতুন যাত্রাপালা নিয়ে চলছে ‘বাংলাদেশ যাত্রা উৎসব ২০২২’। গত ১২ মার্চ থেকে শুরু হওয়া এই আয়োজনের সমাপ্তি হতে যাচ্ছে ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যে সাড়ে ৬ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মৃৎমঞ্চে।
সমাপনী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডীন, কলা ও মানবিক অনুষদের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী এবং যাত্রা ব্যক্তিত্ব তাপস সরকার। স্বাগত বক্তব্য রাখবেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ।
আলোচনা পর্বের পর সন্ধ্যে সাড়ে ৭ টায় সমাপনী যাত্রা পালা ‘নিঃসঙ্গ লড়াই’ মঞ্চস্থ হবে। যাত্রাপালাটির পালাকার মাসুম রেজা, নির্দেশনায় সাইদুর রহমান লিপন ও প্রযোজনা উপদেষ্টা লিয়াকত আলী লাকী। যাত্রাটি পরিবেশনা করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি যাত্রাদল।