Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্রীম টাকা পাচ্ছে ‘রাজকুমার’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৭:০২

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ শুরু করতে যাচ্ছেন ‘রাজকুমার’। শাকিবের জন্মদিন উপলক্ষ্যে আমেরিকার নিউইয়র্কে ছবিটির মহরতও অনুষ্ঠিত হয়েছে। ছবিটি মুক্তির আগে অগ্রীম টাকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

হিমেল আশরাফ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে অগ্রীম অর্থপ্রাপ্তির বিষয়টি জানিয়েছেন।

তিনি লেখেন, ‘ সিনেমার ডিষ্ট্রিবিউটর কানাডায় সজিব ভাইর সাথে যোগাযোগ করে একদিন ভিডিও কলে পুরা স্ক্রিপ্ট শেয়ার করলাম। তিনি গল্প শুনেই বললেন, হিমেল আমি এই সিনেমার সাথে আছি। এই গল্প আর শাকিব খান থাকলে তিনি ১০০ ভাগ আশাবাদি এই সিনেমা নিয়ে, তিনি কথা দিলেন বাংলাদেশের বাইরে ১৫০ সিনেমা হলে তিনি এই সিনেমা মুক্তি দিবেন। মিনিমাম ১৫০ হল, সাথে অগ্রীম একটা বড় টাকাও দিতে রাজী হলেন। ইন্টারন্যাশনাল কোন ডিষ্ট্রিবিউটর থেকে অগ্রীম টাকা পাবো এটাতো কল্পনারও বাইরে ছিল।’

সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, লন্ডন, মালয়শিয়া, অষ্ট্রেলিয়া, কানাডায় ছবিটি মুক্তির আগে অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে বলে জানালেন হিমেল।

২৮ মার্চ নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘রাজকুমার’-এর ঘোষণা দেওয়া হয়। ছবিটি প্রযোজনা করছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি মার্কিন। তিনি আমেরিকান টিভি সিরিয়ালে অভিনয় করেন। অর্ধ শতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্যে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

বিজ্ঞাপন

বলিউড ও হলিউডের টেকনেশিয়ানরা এ ছবিতে কাজ করবেন। শুটিং শুরু হবে আগামী জুলাই মাসে।

সারাবাংলা/এজেডএস

অগ্রীম টাকা রাজকুমার শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর