Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলায় তুর্কি সিরিজ ‘হায়াত মুরাত’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৩:৫৬

দেশে অনেকদিন ধরে তুর্কি সিরিজ বাংলায় ডাবিং করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। সে ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্ম টফি নিয়ে এসেছে ‘হায়াত মুরাত’। এটি প্রচার করা হবে আগামী বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে যে কোনো নেটওয়ার্ক থেকে সিরিজটি দেখা যাবে।

সিরিজটির গল্পে দেখা যায়, মিষ্টি মেয়ে হায়াত, ২ বান্ধবীর সঙ্গে ইস্তানবুলে থাকে আর চাকরি খুঁজে বেড়ায়। তার বাবার কঠিন শর্ত যে, হয় সে চাকরি করুক নয়তো গ্রামে ফিরে বিয়ে করে সংসার করুক। অনেক চেষ্টার পর মিথ্যা পরিচয়ে হায়াতের চাকরি হয় নামকরা একটি টেক্সটাইল কোম্পানিতে। কিন্তু ইন্টারভিউতে যাবার সময় সেই কোম্পানির এমডি মুরাতের সঙ্গে ঝগড়া হয় হায়াতের।

বিজ্ঞাপন

অন্যদিকে অসম্ভব বিত্তভৈববের মধ্যে থেকেও মা-মরা মুরাতের জীবনে বিষের মতো। কারণ তার সৎ মা, যে কিনা সারাদিন মুরাতকে সরিয়ে কীভাবে নিজের ছেলেকে সব কোম্পানি লিখিয়ে দেয়া যায়, তাই নিয়েই চিন্তিত! সুযোগ পেলেই নানাভাবে খারাপ ব্যবহার করেন মুরাতের সঙ্গে, যা নিয়ে কষ্ট পেলেও মুরাত কাউকে কিচ্ছু বলে না। কিন্তু তার দাদি সব বুঝতে পারেন আর দোয়া করেন যেন তার বড় নাতির জন্যে একটা ভালো বউ আসে, যে কিনা আগলে রাখবে মা হারা ছেলেটিকে।

মজার মজার নানান ভুল বোঝাবুঝির পর এক পর্যায়ে প্রেম হয় হায়াত মুরাতের। কিন্তু তাদের জীবনে ঘটনা যেন শেষই হতে চায় না! তাদের সঙ্গে আরো যোগ দেয় মুরাতের প্রাক্তন প্রেমিকা দিদাম, সৎ ভাই দুরুক, ড্রাইভার কারিম, হায়াতের সুন্দরী বান্ধবী আসলি ও আইপ্যাক!

বিজ্ঞাপন

সিরিজটির শ্রেষ্ঠাংশে আছেন বুরাক ডেনিজ, হান্ডে এরসেল, ওউজান কারবি এবং ওজকান তেকদেমির।

টফি-এর ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, “তুর্কি সিরিজ বাংলাদেশে ভীষণ সমাদৃত। বাংলালিংক টফি দর্শকদের জন্য সেরা তুর্কি বিনোদনের সম্ভার নিয়ে আসতে চায়। ‘দ্য গ্রেট সেলজুক,’ ‘কুরুলুস ওসমান’ এবং ‘সূরা’-এই তুর্কি সিরিজগুলো টফি দর্শকদের চাহিদার শীর্ষে। আমি বিশ্বাস করি তাঁরা ‘হায়াত মুরাত’ উপভোগ করবেন।”

সারাবাংলা/এজেডএস

হায়াত মুরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর