Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস’র ২০তম মৃত্যুবার্ষিকী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ এপ্রিল ২০২২ ১৪:৫৬

৫ এপ্রিল (মঙ্গলবার) একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস-এর ২০তম মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে শিল্পীর প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। শিল্পীর জন্মস্থান বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামের বাস্তুভিটায় তার সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্য চত্বরে বিকাল ৪টায় আলোচনা সভা ও পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে বিনয়বাঁশী জলদাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পীপুত্র বাবুল জলদাস, সভাপতি প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী বিপ্লব জলদাস সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

১৯১১ সালের ১ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে তিনি ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।

সারাবাংলা/এএসজি

ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস’র ২০তম মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর