সহকর্মীদের টিপ পরা ছবি নিয়ে সমালোচনা সিদ্দিকের
৫ এপ্রিল ২০২২ ১৫:১১
তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে হেনেস্থার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ পরে ছবি দিয়েছেন অনেক তারকা। এ নিয়ে সংস্কৃতিক অঙ্গনের সবাই প্রশংসায় ভাসলেও উল্টো পথে হেঁটেছেন অভিনেতা সিদ্দিক। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে সহকর্মীদের টিপ পরা ছবি দিয়ে সমালোচনা করেছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ২টার দিকে সিদ্দিক তার পেইজে একটি পোস্ট দেন। সেখানে সাজু খাদেম, মনোজ প্রামাণিক, প্রাণ রায়সহ পাঁচ জন অভিনয়শিল্পীর ছবি দিয়ে লেখেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’
শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’
ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছেন অগুনতি মানুষ। পরে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে শনাক্ত করে তাকে সাময়িক বহিস্কার করে প্রশাসন।
সারাবাংলা/এজেডএস